২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৯:১৫ অপরাহ্ন


লোডশেডিং কতদিন থাকবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৩
লোডশেডিং কতদিন থাকবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন নসরুল হামিদ।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান হবে। 

রোববার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এ কথা বলেন তিনি৷

প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছুদিন যাবৎ লোডশেডিং বেড়ে গেছে৷ আরও দুই সপ্তাহ লোডশেডিং হতে পারে৷

নসরুল হামিদ বলেন, পরিস্থিতি সামাল দিতে আমরা দুই মাস আগে থেকে চেষ্টা করেছি৷ কিন্তু সার্বিকভাবে আমাদের অনেক কিছুই দেখতে হয়৷ অর্থনৈতিক একটা বিষয় আছে৷ তৈল ও গ্যাসের যোগানের বিষয় আছে৷