বান্দরবানের রুমায় কুসংস্কার নিয়ে বিরোধের জেরে পাড়াপ্রধান এবং তার চার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: আবুপাড়া কারবারি (পাড়া প্রধান) লরুই ম্রো, তার ছেলে রুমথুই ম্রো, লেংঙিন ম্রো, মেন ওয়াই ম্রো এবং রিংরাও ম্রো।
জানা গেছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারির সঙ্গে স্থানীয়দের বিচার সালিশ ও তাবিজ কবজ নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে পিটিয়ে কারবারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়।
বান্দরবান পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার বলেন, রুমার দুর্গম গালঙ্গ্যা ইউনিয়নে আবুই পাড়ায় পাড়াকারবারিসহ একই পরিবারের ৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে যাচ্ছে। দুর্গম স্থান হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে।
রাজশাহীর সময় /এএইচ