রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম ওরফে সহিদুল ইসলাম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার বিকেলে বাড়ির পাশে বিষপান করেন তিনি। মৃত সহিদুল ইসলাম ওই উপজেলার নীলকচন্ডি গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঘটনার পর আসামি সহিদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে। এরই মাঝে বুধবার বিকেলে বাড়ির পাশে বিষপান করেন সহিদুল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে নিখোঁজের পাঁচদিন পর ২০ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে রাহেলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রাহেলা গঙ্গাচড়া কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতেন।
রাজশাহীর সময় / এম আর