২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৩:৪৫:১০ পূর্বাহ্ন


আসামি ধরতে গিয়ে এসআইয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২২
আসামি ধরতে গিয়ে এসআইয়ের মৃত্যু আসামি ধরতে গিয়ে এসআইয়ের মৃত্যু


ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে তানজিল আল আসাদ (৪৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহত তানজিল আল আসাদ গাজীপুরের নুরুল হক প্রধানের ছেলে। তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, উপ-পরিদর্শক আসাদ ওয়ারেন্টের আসামি ধরতে বিকালে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে আমরা কোতোয়ালি থানা পুলিশ শোকাহত।

রাজশাহীর সময় / এম আর