২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:৩০:৪৯ অপরাহ্ন


রাজশাহীতে দিনভর মেঘাচ্ছন্ন আবহওয়া ২.৭ মিলিলিটার বৃষ্টি, বাড়িয়েছে তাপমাত্রা
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
রাজশাহীতে দিনভর মেঘাচ্ছন্ন আবহওয়া ২.৭ মিলিলিটার বৃষ্টি, বাড়িয়েছে তাপমাত্রা রাজশাহীতে দিনভর মেঘাচ্ছন্ন আবহওয়া ২.৭ মিলিলিটার বৃষ্টি, বাড়িয়েছে তাপমাত্রা


রাজশাহীতে গত দু’দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সারাদিনিই মেঘের লুকোচুরি খেলা চলছিলো আকাশ জুড়ে।

রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে দশমিক ২ মিলিলিটার। বৃষ্টিপাত আর মেঘলা আকাশের কারণে বেড়েছে তাপমাত্রা এমনটিই বলছে রাজশাহীর আবহাওয়া অফিস।

অন্যদিকে, রাজশাহীতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যহত রয়েছে। সেই সঙ্গে আকাশে মেঘও রয়োছে। এর ফলে রাজশাহীতে সর্বনিম্ন তপামাত্রা বেড়েছে। আজ (রোববার) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল (২২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এতে বোঝা যায় একদিনে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি।

এর আগে চলতি মাসের গত ১১ জানুয়ারি রাজশাহীতে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তার পরের দিন ১২ জানুয়ারি ১ দশমিক ৩ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের আগে ও বৃষ্টিপাতের সময় তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আকাশে মেঘ রয়েছে। আজ ও আগামীকাল (২৪ জানুয়ারি) সোমবার বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা বেড়েছে । তবে বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফেলে বেশি শীত অনুভূত হতে পারে।

রাজশাহীর সময় /এএইচ