কুস্তিগিরদের আন্দোলনের ঝাঁঝ বাড়ছে দিনে দিনে। রবিবার সেই আন্দোলন অন্য মাত্রা নিল। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই দিল্লি দেখল কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি।
কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরগরম গোটা দেশ। বছরের গোড়া থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন দেশের কুস্তিগিররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটের মতো তারকারা দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, অবিলম্বে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কুস্তিগিরদের অভিযোগ, এই বিষয়ে উদাসীন সরকার।
কুস্তিগিরদের আন্দোলন নিয়ে রা কাড়েননি মোদী-শাহরা। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভিনেশদের।
এদিকে, রবিবার দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সেই সংসদ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন কুস্তিগিররা। যন্তর মন্তর থেকে প্রতিবাদ মিছিল এগোতেই আটকে দেয় পুলিশ। আর তারপরই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন অলিম্পিক্সে পদক জয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। আটক করা হয় সাক্ষীদের।
চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উত্তরোত্তর বাড়তে থাকে। দেশের প্রায় অধিকাংশ কুস্তিগিররা পথে নেমে বিক্ষোভ দেখান সেই সময়। সেই বিক্ষোভের জেরে কেন্দ্র সরকার ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করেন। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় ফের এপ্রিল মাস পথে নেমেছেন কুস্তিগিররা।