২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:৪১:০৮ পূর্বাহ্ন


পাকিস্তান ছাড়ায় নিষেধাজ্ঞা জারি সস্ত্রীক ইমরানের
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২৩
পাকিস্তান ছাড়ায় নিষেধাজ্ঞা জারি সস্ত্রীক ইমরানের ছবি: সংগৃহীত


পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি সহ দলের ৮০ জনেরও বেশি নেতার পাকিস্তান ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইমরান ও বুশরা ছাড়াও এই তালিকায় আছেন, আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বলেছেন, '‌যে সমস্ত পিটিআই নেতাদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের তালিকা সমস্ত সীমান্ত ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। এদিকে, পাকিস্তান ছাড়ায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পর পাক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান। টুইটে ইমরান বলেন, '‌বিদেশে যাওয়ার কোনও পরিকল্পনা আমার নেই। বিদেশে আমার কোনও সম্পত্তি বা ব্যবসা নেই। দেশের বাইরে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই।'‌

এদিকে ইমরানের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। এরপরই দল ছাড়ছেন নেতারা। ইতিমধ্যেই পাঁচজন দল ছেড়েছেন। যা চাপে ফেলে দিয়েছে ইমরানকে।