২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০২:২৭:৫৯ অপরাহ্ন


কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৩
কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

শেখ হাসিনা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে সোমবার কাতার যান। মঙ্গলবার সকালে তিনি অধিবেশনে যোগ দেন।

এ ফোরামের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। পরে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ’র সঙ্গে পৃথক বৈঠক করবেন।

এরপর প্রধানমন্ত্রী কাতার অর্থনৈতিক ফোরামের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন।