২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৪১:০৪ পূর্বাহ্ন


৩ মামলায় আগাম জামিন পেলো ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২৩
৩ মামলায় আগাম জামিন পেলো ইমরান খান ছবি: সংগৃহীত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দেশজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় শুক্রবার তিন মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে। গত ৯ মে ইমরান খান গ্রেপ্তারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের  ঘটনা ঘটে। এতে অনন্ত ১০ জন নিহত হয়। খবর ডন। 

আদালত চত্বরে সাংবাদিকদের সামনে ইমরান খান বলেন, "গত ৩৫ বছরে এমন ‘দমনপীড়ন’ দেখিনি। মনে হচ্ছে, সব নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার বিলুপ্ত হয়ে গেছে। তবে শুধু আদালত এখনও মানবাধিকারের সুরক্ষা দিয়ে যাচ্ছে।" তিনি আরও জানান শেষ বল পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবেন। 

তাকে ২ শে জুন পর্যন্ত জামিন দেওয়ার সময়, আদালত পিটিআই প্রধানকে তদন্তের অংশ হওয়ারও নির্দেশ দেয়। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নথিভুক্ত মামলাগুলোর মধ্যে একটি লাহোরে কর্পস কমান্ডার হাউসে হামলা নিয়ে।

লাহোর কর্পস কমান্ডার হাউসে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, ‘পুরনো ভবনটিতে আগুন দেওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমাদের দোষারোপ করা হচ্ছে, ২৭ বছরে আমি কি কোনোদিন অগ্নিসংযোগ ও দাঙ্গা-সংঘাত করতে বলেছি? আমি বরং সব সময় আইন ও সংবিধান মোতাবেক শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে এসেছি।’

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ১২ মে ইসলামাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।