আফ্রিকার কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গত ২ সপ্তাহ আগে। এবার অ্যামাজনের গভীর জঙ্গলে সন্ধান পাওয়া গেল ৪ শিশুর । একটি ১১ মাসের শিশু সহ এই ৪ শিশুই জীবিত রয়েছে। দুর্ঘটনার পর ৪ শিশুর উদ্ধারের এই খবর কলম্বিয়ার রাষ্ট্রপতি গেস্টাভো পেত্রো জানান সংবাদ মাধ্যমকে।
বুধবার রাষ্ট্রপতি বলেন, গোটা দেশের কাছেই এই শিশুদের উদ্ধারের ঘটনা অত্যন্ত আনন্দের। তাঁর কথায় সেনাবাহিনীর নিরলস অনুসন্ধানের ফলেই এত দ্রুত খুঁজে পাওয়া গেল এই শিশুদের। যদিও উদ্ধার হওয়া শিশুদের এখনও পর্যন্ত লোকালয়ে নিয়ে আসা সম্ভব হয়নি।
জানা গেছে, ১ মে বিমান দুর্ঘটনার পর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৪ শিশুর। প্রায় ১০০ জন সেনাবাহিনীর কর্মী নিযুক্ত ছিলেন তাদের সন্ধানে। ১৩ বছর, ৯ বছর, ৪ বছর এবং ১১ মাসের ওই চার শিশু সম্ভবত, পথ হারিয়ে এই কয়েক দিন জঙ্গলের মধ্যেই ঘুরছিল, এমনই অনুমান সেনাবাহিনীর।
এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই ৪ শিশুর মা। দুর্ঘটনার পর কোনও একটি জলাভূমির কাছাকাছি পড়েছিল ওই ৪ শিশু। সেখান থেকেই কেউ নৌকা করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় ওই ৪ জনকে এমনই জানান উদ্ধারকর্মীদের একজন।
ওই শিশুদের খোঁজ পাওয়া গেলেও তাদের উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসতে কত সময় লাগবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। জানা গেছে ঝড় বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে সেনাবাহিনীর। এছাড়াও বেশি দেরি হলে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে শিশুরা কতক্ষণ নিরাপদ থাকবে এ নিয়েও চিন্তিত সকলেই। তবে, আপাতত ওই শিশুদের খুঁজে পাওয়া গেছে এই তথ্যেই সামান্য স্বস্তি বোধ করছে কলম্বিয়া সরকার।