২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:০৩:২৬ অপরাহ্ন


নির্বাচনী সরকারে সংসদের দলগুলো থাকতে পারে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
নির্বাচনী সরকারে সংসদের দলগুলো থাকতে পারে ফাইল ফটো


জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল কোনো দলের কেউ যদি নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তাঁকে বা তাঁদের ওই সরকারে নিতে অসুবিধা নেই। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে ডাকার সম্ভাবনার কথা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি। ব্রিটেনে কিভাবে নির্বাচন হয়, আমরা সেভাবেই করব। আমরা এটুকু উদারতা দেখাতে পারি, পার্লামেন্টে যেসব দল আছে তাদের সংসদ সদস্যদের মধ্যে কেউ যদি নির্বাচনকালীন সরকারে আসার ইচ্ছা প্রকাশ করেন, আমরা নিতে রাজি আছি। এই উদারতা আমরা আগেও দেখিয়েছি। এমনকি ২০১৪ সালে তো আমি খালেদা জিয়াকেও আহ্বান করেছিলাম; কিন্তু তাঁরা তো আসেননি। আর এখন তো তাঁরা নেইও পার্লামেন্টে। কাজেই ওইটা নিয়ে চিন্তারও কিছু নেই।’

জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্প ধারা বাংলাদেশ, গণফোরাম, জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ তরীকত ফেডারেশন রয়েছে। এর বাইরে চারজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। গত সংসদ নির্বাচনে বিএনপির মোট আটজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন; এর মধ্যে একজন শপথ নেননি। বাকি সাতজন পরে পদত্যাগ করেন।