২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৮:৩৫ অপরাহ্ন


১৫ দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৫-২০২৩
১৫ দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী ফাইল ফটো


জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। 

১৫ দিনের সফরে গত ২৫ এপ্রিল প্রথমে জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। 

বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গত ১ মে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকে যোগদানের জন্য ৪ মে লন্ডনে পৌঁছান। সেখানে তিনি রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গেও সাক্ষাৎ করেন।