২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৫৪:৫৪ পূর্বাহ্ন


পূর্ব ইউক্রেনে লড়াইয়ে দুই রুশ কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৩
পূর্ব ইউক্রেনে লড়াইয়ে দুই রুশ কমান্ডার নিহত ছবি- সংগৃহীন


ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধের ফলে পূর্ব ইউক্রেনে দুই জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, নিহত দুই কর্মকর্তা হলেন কর্নেল ভাচেস্লাভ মাকারোভ ও কর্নেল ইয়েভগেনি ব্রোভকো। পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলে হামলায় তারা প্রাণ হারায়। যুদ্ধের অগ্রভাগে ছিলেন কর্নেল ভাইচেস্লাভ মাকারোভ। তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার সময় পাল্টা আক্রমণে নিহত হন। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়, কর্নেল ব্রভকো হামলা প্রতিহত করার জন্য সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন তখন শত্রুদের একাধিক ছুরিকাঘাতে তিনি নিহত হন। 

তবে কখন বা ঠিক কোথায় তাদের হত্যা করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। প্রায় এক বছর ধরে চলা যুদ্ধে দুই কমান্ডারের মৃত্যু রাশিয়ার জন্য সর্বশেষ বড় ক্ষতি।