আবার ইসলামাবাদ হাই কোর্টে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় ৭২ ঘণ্টার ব্যবধানে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানাতে।
শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার নাগাদ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান। আদালতে হাজির হওয়ার পর বিচারবিভাগীয় বিধি মেনে বায়োমেট্রিক পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে গ্রেফতার করেছিল। বৃহস্পতিবার ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে পাক সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি আমের ফারুক জানিয়ে দেন, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়।
আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং খান দম্পতির ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে। মামলার তদন্তকারী সংস্থা ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) গত ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। পাকিস্তান সরকারের অভিযোগ, তার একাধিক বার নোটিস পাঠানো হলেও ইমরান তার জবাব দেননি।