২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৩৯:৩০ পূর্বাহ্ন


পাক প্রধানমন্ত্রীর তিন বেগমের পরিচয়
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২৩
পাক প্রধানমন্ত্রীর তিন বেগমের পরিচয় পাক প্রধানমন্ত্রীর তিন বেগমের পরিচয়


পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পরেই বিদায় জানিয়েছিলেন বাইশ গজকে। তবে যতদিন ক্রিকেট খেলেছেন, ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তিনি ইমরান খান। তবে ভারতীয় কোনও রমণী নয়, ইমরান সংসার পেতেছেন নিজের দেশের ও বিলেতের সুন্দরীদের সঙ্গেই। হ্যাঁ, বহুবচনে বলা হল। কারণ ইমরানের স্ত্রী’র সংখ্যা তিন। নিন্দকরা বলেন, ক্রিকেটের পিচ ছেড়ে বিয়ের পিচে তিনি হ্যাটট্রিক করেছেন। তারপর রাজনীতিতে নেমে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছেন ।

সেই ইমরান গ্রেফতার হয়েছেন সম্প্রতি। পাকিস্তানের ‘কাপ্তান’কে গ্রেফতারের পর থেকেই আগুন জ্বলছে সেখানে। আর এইসময় ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইমরানের তিন-তিনটে বিয়ের (marriage) গল্প। যা এখনও অনেকেরই অজানা। তাঁর বিয়ের প্রথম ইনিংস ছিল নয় বছরের। দ্বিতীয়জনের সঙ্গে সংসার করেছেন মোটে দশ মাস। তারপর ইমরান ফের তৃতীয় ইনিংস শুরু করেন ২০১৮-তে৷ ইমরান খানের স্ত্রীদের তালিকা করলে প্রথমেই নাম আসবে জেমিমা গোল্ডস্মিথের। এরপর রেহাম খান ও সবশেষে বুশরা মানেকা৷

জেমিমা গোল্ডস্মিথ:

১৯৯৫-এর ১৬মে ব্রিটিশ-পাক সাংবাদিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্যারিসে গিয়ে বিয়ে করেন দু’জন। ততদিনে ইমরান ৪০ বছর পার করে ফেলেছেন। ওদিকে জেমিমা তখন মাত্র ২১ বছরের তরুণী। তবে বিয়ের ক্ষেত্রে বয়স কোনওদিনই বাধা হয়নি। ইসলাম ধর্মের সমস্ত নিয়ম কানুন মেনেই বিয়ে করেন তাঁরা। বিয়ের কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জেমিমা। আর বিয়ের পরে পাকাপাকি ভাবে লাহোরের বাসিন্দা হয়ে যান তিনি। প্রায় ১০ বছর ঘর সংসারের পর হঠাৎই ২০০৪-এ সম্পর্ক ভাঙেন তাঁরা। জেমিমা ও ইমরানের সংসারে দুই পুত্র রয়েছে।

রেহাম খান:

মাঝে বহুবছর নিঃসঙ্গ জীবন কাটানোর পর পাক চিকিৎসক রেহাম খানকে বিয়ে করেন তিনি। রেহাম সেদেশে সাংবাদিক এবং ফিল্ম প্রোডিউসার হিসাবেই বেশি পরিচিত। একইসঙ্গে ইংরেজি, উর্দু, হিন্দির মতো একাধিক ভাষায় পারদর্শী। পাশাপাশি চোখ ধাঁধানো সৌন্দর্য। ৪১ বছরের রেহামের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছিলেন ইমরান। এরপর নিজেই বিয়ের প্রস্তাব দেন। অতঃপর ২০১৫ সালে দ্বিতীয়বার বিয়ে করেন ইমরান। কিন্তু মাত্র ১০ মাসেই ভেঙে যায় তাঁদের সংসার।

বুশরা মানেকা:

সবশেষে ইমরানের জীবনে প্রবেশ করেন বুশরা মানেকা। পাকিস্তানের ওয়াটোর বাসিন্দা মানেকার এটি ছিল দ্বিতীয় বিয়ে। ইমরান খানের সঙ্গে যখন তাঁর প্রেম তুঙ্গে, তখনও তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি। তাঁর প্রথম স্বামী ফরিদ মানেকার ছিলেন ইসলামাবাদের কাস্টমস অফিসার। তাঁর সঙ্গে বিচ্ছেদের কয়েকদিনের মধ্যেই ইমরানের সঙ্গে বিয়ে সেরে ফেলেন বুশরা। এরপরই ইমরান প্রধানমন্ত্রী হন। মাঝে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার পর বুশরার সেবাশুশ্রূষায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন ইমরান।

গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে ইমরানকে। হাইকোর্টের নির্দেশেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী আদালত চত্বরে ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আপাতত সেনা হেফাজতেই থাকবেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার। তবে বুশরা মানেকা সেদিনের পর থেকে এখনও এই নিয়ে টুঁ শব্দটিও করেননি। গ্রেফতারির পর কী হবে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ, জানে না কেউই।