মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে বহু লোক।
স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর থিও এনগোয়াবিজে জানিয়েছেন, এখন পর্যন্ত চার শতাধিক লোকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবারের অতিরিক্ত বৃষ্টিপাতে কালেহি অঞ্চলের নদীগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ায় বন্যার সৃষ্টি হয়েছে। নদীর পানিতে বুসুসু এবং নায়ামুকুবি তলিয়ে গেছে। এদিকে বন্যা সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত দুই শতাধিক মানুষকে স্থানীয় হাসপাতাল ও চিকিত্সা কেন্দ্রগুলোয় প্রাথমিক সেবা দেয়া হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।