০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৬:১৮:০৩ পূর্বাহ্ন


‘দ্য কেরালা স্টোরি’,ছবিটি করমুক্ত ঘোষণার আবেদন বিজেপি’র
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৩
‘দ্য কেরালা স্টোরি’,ছবিটি করমুক্ত ঘোষণার আবেদন বিজেপি’র ‘দ্য কেরালা স্টোরি’,ছবিটি করমুক্ত ঘোষণার আবেদন বিজেপি’র


‘দ্য কেরালা স্টরি’ ছবিটি সপ্তাহখানেক ধরেই  চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ছবির মাধ্যমে বিদ্বেষমূলক মানসিকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ তুলে ছবিটি ব্যান করার জন্য সুপ্রিম কোর্টেও আর্জি জানিয়েছিলেন আইনজীবীদের একাংশ। যদিও তা ধোপে টেকেনি। সব বিতর্ক পেরিয়ে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। আর এবার দিল্লিতেও ছবিটি করমুক্ত করার দাবি তুলল বিজেপি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর দাবি জানিয়েছেন, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে করমুক্ত করার পাশাপাশি ‘ইউএ’ সার্টিফিকেট দিয়ে কিশোরীদেরও দেখানোর ব্যবস্থা করা হোক। এই মর্মে কেজরিওয়ালকে একটি চিঠিও লিখেছেন তিনি। তাতে নিজের মত ব্যক্ত করেছেন ওই বিজেপি নেতা।

প্রবীণ শঙ্কর কাপুর লেখেন, “ছবিটি অরবিন্দ কেজরিওয়াল নিজে দেখার পর করমুক্ত ঘোষণা করুন। একইসঙ্গে সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলে ছবিটিকে ‘ইউএ’ সার্টিফিকেট পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করুন। কারণ, আজকাল লাভ জিহাদের শিকার মূলত ১৫-১৬ বছরের কিশোরীরাই বেশি হন। তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম হয়। এই ছবিটি দেখলে তাঁরা নিজেদের জীবনে সচেতন হতে পারবে।”

এদিকে গতকালই তামিলনাড়ুতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’কে। বলা হয়েছে, এই ছবি মুক্তির জেরে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। কারণ, সিনেমাটি ঘৃণা ছড়াচ্ছে বলেও মত তাঁর। তাই রাজ্যের পরিস্থিতি ঠিক রাখতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। যদিও ঘটনাটি নিয়ে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। বেশ কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নেমেছে।