২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন


সার্বিয়ায় ফের বন্দুক হামলায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২৩
সার্বিয়ায় ফের বন্দুক হামলায় নিহত ৮ ছবি: সংগৃহীত


কয়েকদিনের ব্যবধানে সার্বিয়ায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এর আগে বুধবার বিদ্যালয়ে গুলির ঘটনায় ৯ জন নিহত হন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী বেলগ্রেড শহর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে গুলি চালায়। অপরাধী এখনও পলাতক রয়েছেন।

সার্বিয়ান মিডিয়া জানিয়েছে, শুক্রবার সকালে বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে পৌঁছেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ ইউনিট দুবোনার আশেপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করার পর ২০ বছর বয়সী এক যুবক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন।