২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৩৪:০৫ পূর্বাহ্ন


জম্মু ও কাশ্মীরে ভেঙে পড়েছে ভারতীয় সেনার হেলিকপ্টার
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৩
জম্মু ও কাশ্মীরে ভেঙে পড়েছে ভারতীয় সেনার হেলিকপ্টার জম্মু ও কাশ্মীরে ভেঙে পড়েছে ভারতীয় সেনার হেলিকপ্টার


জম্মু ও কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার। বৃহস্পতিবার কিস্তওয়ার এলাকার একটি নদীতে কপ্টার ভেঙে পড়ে। এ সময় আহত হয়েছেন দু’জন পাইলট। যদিও সেনার তরফে জানানো হয়েছে, তাঁদের আঘাত গুরুতর নয়। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, যে কপ্টারটি এদিন দুর্ঘটনার কবলে পড়ে সেটি একেবারেই নতুন ছিল। এএলএইচ ধ্রুব নামে ভারতীয় সেনার এই হেলিকপ্টারটি সেনাবাহিনী সদ্যই ব্যবহার    

জানা গেছে, ভারতীয় সেনার ‘চিতা’ কপ্টার বাতিল করে সেই জায়গায় ‘ধ্রুব’ নামে কপ্টারের ব্যবহার শুরু হয়েছিল। এর আগে চিতা কপ্টার বারবার দুর্ঘটনার কবলে পড়েছে। কিন্তু লাইটওয়েট এই নতুন কপ্টারেও যে বিপদ এড়ানো যাচ্ছে না তার প্রমাণ আজকের দুর্ঘটনা। গত দু’মাসে এই নিয়ে তিনবার দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় সেনার নতুন কপ্টার। 

এদিন সকালে কাশ্মীরের কিস্তওয়ার এলাকায় যে দুর্ঘটনা ঘটে তাতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও উদ্বেগ থেকেই যাচ্ছে। বারবার কেন ভারতীয় সেনার কপ্টার ভেঙে পড়ছে, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে।