২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৫:০১ পূর্বাহ্ন


রাশিয়ায় মালবাহী ট্রেনে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৩
রাশিয়ায় মালবাহী ট্রেনে বিস্ফোরণ ছবি- সংগৃহীন


রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে দেশটির একটি মালবাহী ট্রেনে বিস্ফোরণ ঘটেছে। এতে ওই ট্রেন লাইনচ্যুত হয়েছে। স্থানীয় গভর্নর বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যে অঞ্চলে ট্রেনে বিস্ফোরণ ঘটেছে তা ইউক্রেনের সীমান্তের সঙ্গে সংযুক্ত। রাশিয়ার রেল অপারেটর, রাশিয়ান রেলওয়ে জানিয়েছে স্থানীয় সময় ১০ টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটেছে। 

রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লোকোমোটিভ বা ইঞ্জিন এবং সাতটি মালবাহী বগি চাইনচ্যুত হয়েছে। সেইসঙ্গে ইঞ্জিনে আগুন ধরেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার ট্রেনে তেল এবং কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এর আগে এই একই অঞ্চলের এক গ্রামে ইউক্রেনের বাহিনীর গোলাবর্ষণে অন্তত চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। রোববার ব্রায়ানস্কের গভর্নর অ্যালেকজান্ডার বোগোমাজ বলেন, সুজেমকা গ্রামে গোলাবর্ষণ চালানো হয়। 

তবে এসব হামলা ইউক্রেন চালিয়েছে কি না- দেশটি এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।