বাথরুমে পানিভর্তি বালতিতে ডুবে এক শিশুর মৃত্যু। কালনার মন্তেশ্বরের বনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম জুয়েনা রাফা খাতুন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
এই ঘটনার জন্যে কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর মা ও আত্মীয়রা। কীভাবে এমন ঘটনা ঘটল? পরিবারের দাবি, বাড়ির কাজে ব্যস্ত ছিলেন মা, সেই সময় মায়ের চোখের আড়ালে চলে যায় শিশুটি। বাথরুমে জল ঘাটতে ঢুকে পড়ে আনুমানিক বছর দেড়েকের জুয়েনা রাফা খাতুন। খেলতে খেলতেই শিশুকন্যাটি বাথরুমে থাকা জল ভর্তি বালতিতে পড়ে যায়।
বালতির মধ্যে পড়ে গিয়ে মাথা নীচে ঢুকে যায় শিশুটির। বেশ কয়েক মিনিট মাথা নীচু ও দুটি পা উপরে থাকার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। মৃতার এক আত্মীয় বাথরুমে গিয়ে দেখেন এই দৃশ্য। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন শিশুর আত্মীয়রা।