২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:০৩:০৭ অপরাহ্ন


ফুলবাড়ীতে ট্রাক্টর মহাসড়কে বেপরোয়া গতিতে চালানোর দায়ে জরিমানা
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৩
ফুলবাড়ীতে ট্রাক্টর মহাসড়কে বেপরোয়া গতিতে চালানোর দায়ে জরিমানা ফাইল ফটো


ফুলবাড়ীতে কৃষি কাজের ট্রাক্টর ড্রাইভিং লাইসেন্স ছাড়াই আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতিতে চালানোর অভিযোগে চালক ও মালিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালতে। রোববার (৩০ এপ্রিল) দুপুরে পৌর শহরের নিমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে ট্রাক্টরের চালক হাফিজুল ইসলাম (২১) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে ট্রাক্টর মালিক নূর মোহাম্মদ (২৪)।

একই দিন দুপুরে পৌর শহরের নিমতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, ফুলবাড়ী-দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হাফিজুল ইসলাম একটি ট্রাক্টর দ্রুতগতিতে বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় চালকের ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তার কোনো লাইসেন্স নেই বলে জানায়। বিনা লাইসেন্সে ট্রাক্টর চালানোর অপরাধে চালক ও মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা টাকা তাৎক্ষণিক পরিশোধ করে তারা দু’জন দায় মুক্ত হন। সড়ক, আঞ্চলিক মহাসড়ক ও মহাসড়কের লাইসেন্স বিহীন এবং দ্রুতগতিতে বেপরোয়াভাবে চলাচলকারী ট্রাক্টরসহ যানবাহনের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।