ভারতে গ্যাস লিক করে অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার রোববার (৩০ এপ্রিল) একটি কারখানায় গ্যাস লিক করে। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪ জন। খবর এনডিটিভি।
গ্যাস লিকের পর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়াও ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং একটি ফায়ার ব্রিগেড দলও ঘটনাস্থলে অবস্থান করছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৫০ সদস্যের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এই ঘটনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ১০ ও ১৩ বছর বয়সী দুইজন বালক রয়েছে।
লুধিয়ানার সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, "অবশ্যই, এটি একটি গ্যাস লিকের ঘটনা। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।"
সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি আরও জানিয়েছেন, এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সেটির কারণ এখনো জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে।’
ম্যাজিস্ট্রেট স্বতি জানিয়েছেন, যেখানে গ্যাস লিক হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ফলে এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে ফেলা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান বলেছেন, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সবকিছু দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।