২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৩২:৫৩ পূর্বাহ্ন


রেস্টলারদের প্রতিবাদ সভায় প্রিয়াঙ্কা গান্ধী
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৩
রেস্টলারদের প্রতিবাদ সভায় প্রিয়াঙ্কা গান্ধী রেস্টলারদের প্রতিবাদ সভায় প্রিয়াঙ্কা গান্ধী


দিল্লির যন্তরমন্তরে শনিবার রেস্টলারদের প্রতিবাদ সভায় যোগ দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা সেখানে প্রতিবাদরত রেস্টলারদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়েছে। তাকে পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছেন রেস্টলাররা। সেই প্রতিবাদ মঞ্চে প্রিয়াঙ্কা পৌঁছতেই পাল্টা তোপ দাগেন বিজেপির অমিত মালব্য।

এদিকে, রেস্টলারদের প্রতিবাদ মঞ্চ থেকে ব্রিজভূষণ সিংয়ের পদত্যাগের দাবি তোলেন কংগ্রেসের প্রিয়াঙ্কাও। সেই সূত্র ধরে, বিজেপির অমিত মালব্য পাল্টা তোপ দাগেন। তিনি প্রসঙ্গ তোলেন, অসমের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাস বিভির ইস্যুতে। যাঁর বিরুদ্ধে অসমের কংগ্রেসের নেত্রী অঙ্কিতা দত্ত যৌন মন্তব্য করার অভিযোগ তোলেন। অঙ্কিতার অভিযোগ ছিল, টানা কয়েক মাস ধরে তাঁকে যৌন মন্তব্য করে হেনস্থা করছেন শ্রীনিবাস। অঙ্কিতা সদ্য এই ইস্যুতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তাঁকে অভিযোগের কথা জানান। এরপর অঙ্কিতাকে কংগ্রেস থেকে দলবিরোধী কাজের অভিযোগে 'ছাঁটাই' করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপির অমিত মালব্য। নিজের একটি টুইটে অঙ্কিতার প্রসঙ্গে, অঙ্কিতার টুইটের স্ক্রিনশট তুলে বিষয়টি নিয়ে কংগ্রেসকে খোঁচা দেন অমিত মালব্য।

উল্লেখ্য, অসমে দিসপুরে গত ১৯ এপ্রিল শ্রীনিবাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অঙ্কিতা। তাঁকে ‘গত ৬ মাস ধরে যৌন মন্তব্য করে ও অত্যাচার করে হেনস্থা’ করার অভিযোগ দায়ের করেন অঙ্কিতা। এছাড়াও যদি এই ঘটনা নিয়ে অঙ্কিতা মুখ খোলেন, তাহলে পরিণতি কঠিন হতে পারে এমন হুমকিও তাঁকে দেওয়া হয়। সেই সমস্ত প্রসঙ্গ তুলে ধরে অমিত মালব্য খোঁচা দেন প্রিয়াঙ্কাকে। শ্রীনিবাসের বিরুদ্ধে রাইপুরে কংগ্রেসের প্লেনারি সেশনে ফেব্রুয়ারি মাসে অঙ্গতিকাকে হেনস্থা করার অভিযোগ ছিল।