ইউক্রেনের উপর ভয়াবহ বিমান হামলা চালাল রাশিয়া। হামলায় পাঁচ শিশু সহ ২৬ জন মারা গেছে বলে জানা গেছে।
শুক্রবার মাঝরাতে বিমান হামলায় দাউদাউ করে জ্বলে ওঠে দেশের মধ্যভাগের উমান শহর। দ্রুততার সঙ্গে আগুন নেভাতে ছোটেন দমকলকর্মীরা। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের কাজ শুরু হয়।
গত ২ মাসে এমন ভয়াবহ হামলা ঘটেনি বলেই দাবি কিয়েভের। জানা গেছে, একটি বড় আবাসনের ছাদে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। ২৭টি ফ্ল্যাট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মারা যায় ২৬ জন। তার মধ্যে ৫ জন শিশু। অবশ্য শুক্রবার সকাল থেকেই দফায় দফায় হামলা চলছিল কিয়েভে। আর মাঝরাতে হল ভয়াবহ হামলা। রুশ হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। তিনি বলেছেন, 'রাশিয়া যেভাবে হামলা চালিয়েছে, তা কাপুরুষোচিত। আবহাওয়া অনুকূল হলে আমাদের কমান্ডাররা এর জবাব দেবেন।'
প্রসঙ্গত, এক বছরেরও সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। যা থামার লক্ষ্মণ নেই। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমী দুনিয়া। অস্ত্র দিয়ে সাহায্য করা হচ্ছে ইউক্রেনকে।