২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০২:৩৩:৩৯ অপরাহ্ন


আজ খুশির ঈদ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৩
আজ খুশির ঈদ ফাইল ফটো


পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ।

শনিবার (২২ এপ্রিল) সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে।

ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উদ্দেশ্য।

রমজানে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা মাসের শেষে ঈদুর ফিতর পালন করেন। এই উপলক্ষে বাড়িতে বিশেষ খাবার তৈরি করা হয় এবং একে অপরের বাড়িতে বেড়াতে যান।

খুশির এই দিনে নতুন জামাকাপড় পড়ে উৎসবে মেতে ওঠে সব বয়সী মানুষ। বড়রা ছোটদের নতুন উপহার এবং টাকা দেয়, যা এই দিনের খুশির চেতনা এবং তাৎপর্যকে প্রতিফলিত করে।

এরই মধ্যে পাড়া-মহল্লায় বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অতিচেনা গানের প্রিয় সুর, ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ...।’

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেনো উপভোগ করতে পারে সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের স্বচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ।

 আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। সকল অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।