২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০২:৩৭:৫৭ অপরাহ্ন


নির্বাচনে ইইউ-যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
নির্বাচনে ইইউ-যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী ছবি- সংগৃহীন


বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিক্সনের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানোর কথা জানান প্রধানমন্ত্রী।  

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।