নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ ৪ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার
দিকে জন্তিপুর সিংরাগাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে অভিযানিক দল। এসময়
তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ রফিকুল ইসলাম(৫৮), পিতা-মৃত গোলাপ মোল্লা,
সাং-জন্তিপুর, সিংরাগাড়ীপারা, মোঃ আব্দুস ছামাদ(৩৫), পিতা-মৃত আঃ করিম,
সাং- জন্তিপুর শিয়ালগাড়ী, মোঃ আইয়ূব আলী(৩৫), পিতা-মৃত সন্তেশ সরকার,
সাং-কুন্দাশোন, মোঃ শাহাদত হোসেন প্রামানিক(৫২), পিতা-মৃত জসিম উদ্দিন,
সাং-বড়ইচড়া ভেংরী, সর্ব থানা তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ। র্যাব-১২ এর একটি
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।