ভাইয়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মারামারি করতে গিয়ে মোবাইল ফোন গিলে ফেলেছিলেন তরুণী। তারপরেই অসহ্য যন্ত্রণা, কাশি, শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার। শেষে ঘণ্টা দুয়েকের জটিল অপারেশনে মোবাইল ফোন বের করেন ডাক্তাররা।
মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে । পাকস্থলী থেকে মোবাইলটি বের করেছেন ডাক্তাররা।
জানা গেছে, ভাইয়ের সঙ্গে মারামারি করছিল মেয়েটি। মোবাইল ফোন নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল। ফোনটা ভাইয়ের থেকে ছিনিয়ে নিয়ে সেটা মুখে চেপে ধরে মেয়েটি। অসাবধানতায় সেটি গলায় চলে যায়। সেখান থেকে সটান পাকস্থলীতে।
ভয়ানক যন্ত্রণায় কাতরাতে থাকে মেয়েটি। তাকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন মা-বাবা। ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি করে দেখেন ফোনটা পেটে চলে গেছে। পাকস্থলীতে বিপজ্জনকভাবে আটকে রয়েছে। সঙ্গে সঙ্গেই সার্জারি করার সিদ্ধান্ত নেন ডাক্তারবাবুরা। তৈরি হয় মেডিক্যাল টিম। প্রায় ঘণ্টা দুয়েক লাগে অপারেশন করতে। পাকস্থলী থেকে ফোনটি বের করে আনেন ডাক্তাররা।