২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:০২:২১ অপরাহ্ন


রোজা রেখে রক্ত দেয়া-নেয়া, ইসলাম কি বলে
ধর্ম ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৩
রোজা রেখে রক্ত দেয়া-নেয়া, ইসলাম কি বলে ফাইল ফটো


সিয়াম সাধনার এই মাসে সংযম পালনে ভুলবশত কিছু বাড়াবাড়ি-ছাড়াছাড়ির শিকার হই আমরা। বিভিন্ন বিধান পালনের ক্ষেত্রে কী করা যাবে, আর কী করা যাবে না, বা করা গেলেও তার সীমা কতটুকু তা অনেকেই জানি না। ফলে বহু মানুষ অযথা কষ্ট ভোগ করে। সুতরাং এসব বিষয়ে সব রোজাদারের অবগত হওয়া জরুরি।

এর মধ্যে অন্যতম বিষয় রমজানের রোজা রেখে প্রয়োজনে শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে অন্য কাউকে রক্তদান করলে রোজা নষ্ট হবে কি না।

রোজা রেখে প্রয়োজনে নিজ শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে অন্য কাউকে রক্তদান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না। কারণ, রক্ত দেয়ার কারণে যেমন কোনো বস্তু দেহের ভেতরে ঢুকেনি, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না।

আবার রোজা রেখে নিজে রক্ত নিলে যেহেতু এ রক্ত শরীরের উল্লেখযোগ্য চার নালির কোনো নালি দিয়ে শরীরে প্রবেশ করে না, বরং শরীরের অন্যান্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে; সুতরাং রোজাবস্থায় কারও শরীরে রক্ত দান করলে বা নিজে রক্ত গ্রহণ করলেও রোজা নষ্ট হবে না।

তবে এমন বেশি পরিমাণে রক্ত দেয়া মাকরূহ; যার দ্বারা শরীরে দুর্বলতা আসে। (আল কাসানি ২/৯২, ইবনে আবিদিন ৩/৪০০, ফতোয়ায়ে হিন্দিয়া ১/২০০)

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগিয়েছেন। তা হাদিসে বর্ণিত আছে। সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা রেখে নিজের টেস্ট/পরীক্ষার জন্য কিংবা কোনো রোগীকে দেয়ার জন্য রক্ত দিলে, রোজার ক্ষতি হবে না।