২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৩:৪৭ পূর্বাহ্ন


ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবি, ৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৩
ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবি, ৮ জনের মৃত্যু ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো অঞ্চলের সমুদ্র উপকূলে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকীদের এখনও খোঁজ চলছে। শনিবার স্থানীয় সময় রাতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

এপি'র প্রতিবেদন থেকে জানা যায়, এ দুর্ঘটনায় দুটি মাছ ধরা নৌকা ডুবে যায়। দুই নৌকায় ১৫ জনের মতো লোক ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এক নারী শনিবার (১১ মার্চ) রাতে ৯১১ নম্বরে ফোন করে জানায় যে, একটি নৌকা সান ডিয়েগোর ব্ল্যাক বিচের কাছে ঢেউয়ের তোড়ে উল্টে গেছে। যে নারী ফোন করেছিলেন তিনি বলেছিলেন, যে নৌকাটি উল্টে গেছে তাতে ১৫ জন লোক ছিল।

উদ্ধারকর্মী ও স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মীদের দাবি, সন্দেহভাজন মানবপাচারকারীরা ডুবে যাওয়া এই দুই নৌকায় করে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসছিলেন।

সান দিয়েগো লাইফগার্ড প্রধান জেমস গার্টল্যান্ড জানান, কোস্টগার্ড এবং সান ডিয়েগোর ফায়ার রেসকিউ ক্রুরা পানি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করে। তবে ঘন কুয়াশার কারণে অনুসন্ধান বাধাগ্রস্ত হয়। তারপরও এই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে অনুসন্ধান কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

তবে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এদিকে নৌকা দুটি কী কারণে ডুবেছে তা–ও জানা যায়নি। তবে লাইফগার্ড প্রধান গার্টল্যান্ড যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেই এলাকাকে বিপজ্জনক বলে বর্ণনা করেন।