২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন


চিনে জন্মহার বাড়াতে বিয়ের খরচ কমছে !
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২৩
চিনে জন্মহার বাড়াতে বিয়ের খরচ কমছে ! ফাইল ফটো


চিনে জন্মহার বাড়ানোর জন্য প্রথাগত বিয়ের খরচ কমানোর উদ্যোগ নিল খোদ সরকার।

চিনে ঐতিহ্যবাহী বিয়ের ক্ষেত্রে উপহার বা কাইলি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২০ সালে ১ হাজার ৮৪৬ জনের ওপর একটি সমীক্ষা করা হয়। ওই সমীক্ষায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ বিয়ের ক্ষেত্রে এই প্রথা মেনে চলেন।

চিনের জনসংখ্যার হার দ্রুত কমে যাওয়ায় আগের উদ্যোগগুলোই নতুন রূপে ফিরিয়ে আনা হচ্ছে। বিয়ের বাড়তি খরচ, বিশেষ করে এই অর্থনৈতিক সংকটের সময়ে খরচের কারণে বিয়েতে অনীহা জন্মহার কমার একটি মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

গত জানুয়ারিতে সেন্ট্রাল হেবেই প্রদেশে বিয়ের খরচের এ প্রথা ভাঙার উদ্যোগ শুরু হয়। এর মধ্যে কাইলি ও ওয়েডিং গেমও অন্তর্ভুক্ত। উপকূলীয় জিয়াংসু প্রদেশের 'সবচেয়ে সুন্দর শাশুড়ি' খোঁজার জন্য গত মাসে একটি প্রচার শুরু হয়। যিনি বিয়েতে খুব বেশি অর্থ নেবেন না, তিনিই হবেন 'সবচেয়ে সুন্দর শাশুড়ি'।

জিয়াংজির একটি শহরে গত ফেব্রুয়ারিতে অবিবাহিত নারীদের একটি চিঠিতে স্বাক্ষর করানো হয়েছে। এ স্বাক্ষরের মাধ্যমে তাঁরা বিয়েতে বিপুল পরিমাণ পণ না চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।