২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন


কোভিড ভ্যাকসিন তৈরি করা রুশ বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৩
কোভিড ভ্যাকসিন তৈরি করা রুশ বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু কোভিড ভ্যাকসিন তৈরি করা রুশ বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু


করোনাভাইরাসের স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করা দলের অন্যতম সদস্য আন্দ্রে বোতিকোভের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) মস্কোতে নিজের ফ্ল্যাট থেকে বোতিকোভের মরদেহ উদ্ধার করা হয়। খবর ডেইলি মেইলের।

রুশ সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর পুলিশের ধারণা ৪৭ বছর বয়সি বিজ্ঞানীকে গলায় বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এরইমধ্যে রুশ তদন্তকারী দল আন্দ্রে বোতিকোভকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৯ বছর বয়সি অ্যালেক্সি নামে এক যুবককে গ্রেফতার করেছে। জেরার মুখে ওই যুবক হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এর আগে যৌন কেলেঙ্কারির ঘটনায় ১০ বছর কারাগারে ছিলেন অ্যালেক্সি। তবে আন্দ্রেকে কেন হত্যা করা হয়েছে তার কারণ এখনও স্পষ্ট নয়।

রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন তৈরি করতে ১৮ জন বিজ্ঞানীদের দলে বোতিকোভ ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ২০২০ সালের আগস্টে সবার আগে করোনার টিকা হিসেবে বাজারে এসেছিল স্পুটনিক ভি। রাশিয়ার পর ভারতসহ বিভিন্ন দেশে কোভিডের প্রতিরোধ টিকা হিসেবে স্পুটনিক ভি দেয়া হয়েছিল।

করোনা টিকা আবিষ্কারের পুরস্কার হিসেবে পুতিনের প্রশাসন বোতিকোভকে পুরস্কার দিয়েছিলেন। এর আগে গত মাসে রাশিয়ান জেনারেল ভ্লাদিমির মাকারোভের রহস্যজনক মৃত্যু হয়। মাকারোভকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে, যদিও বলা হয়েছিল তিনি গুলি করে আত্মহত্যা করেছেন।