২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন


নাইজেরিয়ায় তেলের পাইপ লাইন বিস্ফোরণে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৩
নাইজেরিয়ায় তেলের পাইপ লাইন বিস্ফোরণে নিহত ১২ নাইজেরিয়ায় তেলের পাইপ লাইন বিস্ফোরণে নিহত ১২


নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি তেলের পাইপ লাইন বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া, বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়ে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রিভার স্টেটে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের সবাই পেট্রোল চোর বলে জানা গেছে। শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্টের (এসপিডি) মালিকানাধীন পাইপলাইনে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। ধারণা করা হচ্ছে, পেট্রোল চুরির সময় অসাবধানতাবশত পাইপলাইনে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটলে, এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাছাকাছি থাকা ৫টি গাড়ি আগুনে পুড়ে যায়। প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। সরকারের নির্দেশনায় শুরু হয়েছে তদন্ত।

নাইজেরিয়ায় জ্বালানি চুরি বা পাইপলাইনে নাশকতা প্রায় নিয়মিত ঘটনা। এসব কারণে অনেক সময় ঘটে বড় ধরনের দুর্ঘটনাও। গত বছর এপ্রিলে একই ধরনের বিস্ফোরণের ঘটনায় শতাধিক প্রাণহানি হয়েছিল।