মাত্র দু’সপ্তাহ আগে সিরিয়ার সীমান্ত এলাকা কেঁপে উঠেছিল ভয়াবহ ভূমিকম্পে। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগে। এবার সেই এলাকার এক আবাসনে আছড়ে পড়ল ইজরায়েলের ক্ষেপণাস্ত্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, শুক্রবার মধ্য সিরিয়ায় যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে বলে খবর।
ভয়াবহ ভূমিকম্পে এমনিতেই বিধ্বস্ত সিরিয়া। চারিদিকে এখনও হাহাকার। মাথায় ছাদ, পেটে পর্যাপ্ত খাবার নেই, গলা ভেজানোর জন্য প্রতিশ্রুত পানীয় জলের অভাব প্রকট। এমন পরিস্থিতির মধ্যে ইজরাইলের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সামনে এল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, দামাস্কাতে এমন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন নয়। তবে কোনও আবাসন লক্ষ্য করে এমন হামলার ঘটনা এর আগে দেখা যায়নি।
প্রসঙ্গত, যে এলাকায় এই ঘটনা ঘটেছে তা সিরিয়ার উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে পড়ে। একটি ১০ তলার বিল্ডিংয়ে আছড়ে পড়ে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র। বিল্ডিংটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।