২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:২৭:১৪ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রে ফের বন্ধুকযুদ্ধে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৩
যুক্তরাষ্ট্রে ফের বন্ধুকযুদ্ধে নিহত ৬ যুক্তরাষ্ট্রে ফের বন্ধুকযুদ্ধে নিহত ৬


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে এঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শুক্রবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানায়, গুলির সব ঘটনাই ঘটেছে প্রতিবেশী টেনেসির মেমফিস থেকে প্রায় ৪৫ মাইল (৭৩ কিমি) দক্ষিণে অবস্থিত ছোট শহর আরকাবুতলার এলাকায়।

বিবিসি জানায়, নিহতদের মধ্যে তিন জনকে দু’টি বাড়ির ভেতরে, একজনকে দোকানে ও একজনের মরদেহ রাস্তায় পড়ে ছিল।

টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) সন্দেহভাজনকে আরকাবুলতা ড্যাম রোডে একটি গাড়িতে বসে থাকতে দেখেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে হেফাজতে নেয়া হয়। সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

টেইট কাউন্টির শেরিফ অফিস জানায়, ৫২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

বন্দুক ভায়োলেন্স আর্কাইভ অনুসারে শুক্রবারের ঘটনাটি বছরের শুরুর পর থেক ৭৩তম বন্দুক সহিংসতার ঘটনা। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটে ৪১৭টি। পরের বছরগুলোতে সেই সংখ্যা আরও বাড়ে; আর গত বছর এ হামলা হয় প্রায় সাড়ে ৬শ।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) রিপোর্ট অনুযায়ী, আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অবাধ সুযোগে যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি নাগরিকের হাতেই রয়েছে ৩৯ কোটি ৩০ লাখ আগ্নেয়াস্ত্র। সে হিসেবে প্রতি ১০০ জনের বিপরীতে আগ্নেয়াস্ত্র রয়েছে ১২০টি।

সিডিসির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে করোনা মহামারি শুরুর বছর আগ্নেয়াস্ত্রের মাধ্যমে আত্মহত্যাসহ বিভিন্ন ঘটনায় চার হাজার ৩শ শিশুর মৃত্যু ঘটে। আর সব বয়সী মিলিয়ে মৃতের সংখ্যা ছিল ৪৫ হাজার ২২২।

২০২১ সালে প্রাণহানির সংখ্যা ছিল আরও বেশি, ৪৮ হাজার ৮৩০। এছাড়া ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪০ হাজারের বেশি, যার প্রায় অর্ধেকই আত্মহত্যাজনিত।