২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:২৯:৩৩ পূর্বাহ্ন


ভূমিকম্পের পর সিরিয়ায় কারাগার থেকে ২০ কয়েদির পলায়ন
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২৩
ভূমিকম্পের পর সিরিয়ায় কারাগার থেকে ২০ কয়েদির পলায়ন ফাইল ফটো


তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগার থেকে ২০ জন কয়েদি পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে পলাতকরা আইএসআইএল (আইএস) যোদ্ধা। 

বার্তা সংস্থা এএফপির বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার রাজো শহরের কারাগার থেকে ২০ জন কয়েদি পালিয়েছেন। এ কারাগারটিতে বন্দি দুই হাজার জনের মধ্যে এক হাজার ৩০০ জন সন্দেহভাজন  জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএস) যোদ্ধা বলে ধারণা করা হয়। এছাড়া কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও কারাগারে রয়েছেন।

কারাগার কর্মকর্তারা জানান, ভূমিকম্পে রাজো শহর ক্ষতিগ্রস্ত হয়। এ সুযোগে বন্দিরা বিদ্রোহ করে কারাগারের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এসময় ২০জন কয়েদি পালিয়ে যান। ধারণা করা হচ্ছে পলাতকরা আইএসআইএল (আইএস) যোদ্ধা।

এদিকে, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

তুরস্কে দেশটিতে দুই হাজার ৩০০ জন নিহত এবং ১৩ হাজার ২৯৩ জন আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে সাত হাজার ৩৪০ জনকে।

সিরিয়ায় অন্তত এক হাজার ৪৪৪ জন নিহত হয়েছে। দেশজুড়ে তিন হাজার ৪১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। এতে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।