২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৪৫:৩৫ পূর্বাহ্ন


মায়ানমারের ৩৭ শহরে জারি হল মার্শাল ল
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৩
মায়ানমারের ৩৭ শহরে জারি হল মার্শাল ল ফাইল ফটো


মায়ানমারের সামরিক জুন্টা সরকার দেশটির ৩৭ শহরে মার্শাল ল জারি করল।

তার মধ্যে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত সাগাইন এবং মগওয়ে অঞ্চলও রয়েছে। মায়ানমারের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মায়ানমারে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা করার মাত্র একদিন পরই ৩৭ শহরে মার্শাল ল জারির ঘোষণা করা হয়।

সামরিক জুন্টা বাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মায়ানমারে শাসনক্ষমতা দখল করে। এরপর একাধিকবার সে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জুন্টা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কমান্ডারের আদেশে পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন থেকে জুন্টাবাহিনীর আদালত এসব এলাকার গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চালাতে পারবে। প্রয়োজনে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো সাজাও দেওয়া হতে পারে। সেসব মামলার ক্ষেত্রে কোনও আপিলের সুযোগও থাকবে না।