২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৪:১৩ অপরাহ্ন


দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে বন্দুকহামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২৩
দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে বন্দুকহামলা, নিহত ৮ ফাইল ফটো


দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত ও তিনজন আহত হয়েছে।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) এক বিবৃতিতে বলেছে, রোববার সন্ধ্যায় বন্দর নগরী পোর্ট এলিজাবেথের গ্যাকবেরহা এলাকার একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করছিলেন যখন দুই অজানা বন্দুকধারী সেখানে প্রবেশ করে এবং অতিথিদের উপর গুলি চালাতে শুরু করে।

বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, হামলার পর বন্দুকধারীরা পালিয়ে গেছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি এবং হামলার সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় জরুরি পরিষেবার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আটজন ঘটনাস্থলেই মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন। হামলার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ বলেছে যে অপরাধীদের ধরতে অভিযান চলছে।

দক্ষিণ আফ্রিকাতে গোলাগুলি সাধারণ ঘটনা, যেখানে বিশ্বের সর্বোচ্চ হত্যার হার রয়েছে, গ্যাং সহিংসতা এবং মাদক নিয়ে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে।

গত বছর জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের পৃথক বারে গুলির ঘটনায় প্রায় ২৪ জন নিহত হয়েছে।


সূত্র: রয়টার্স