২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৩:৫০ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২৩
যুক্তরাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬ যুক্তরাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬


যুক্তরাষ্ট্রে লুইসভিলেতে ট্রাক-বাসের মর্মান্তিক সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তিন জন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

রাজ্য পুলিশ জানায়, কানাডা সীমান্তের খুব কাছেই হয়েছে এ দুর্ঘটনা। ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ছিল হাইওয়ে। এসময় দুটি যানের চালকই নিয়ন্ত্রণ হারান। যাত্রীবাহী মিনিবাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকটির। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রীরা।

গুরুতর আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মদ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুটি যানের চালককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

অন্যদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে। পূর্ণাঙ্গ কারণ জানতে চলছে তদন্ত।