২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৪৮:১৯ অপরাহ্ন


ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিরাপত্তা প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২৩
ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিরাপত্তা প্রধান নিহত ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিরাপত্তা প্রধান নিহত


ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আলজাজিরা জানিয়েছে, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছে।

তেহরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে উদ্দেশ্য কী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

পুলিশ প্রধানের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুটি ছোট বাচ্চা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসাল্ট রাইফেল দিয়ে নিরাপত্তার প্রধানকে হত্যা করে।


সূত্র: আল জাজিরা