চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সাব-ইন্সপেক্টর পদে ও চাঁপাইনবাবগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ইসলামপুর ইউনিয়নের ছয়রশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ওহনপল্লিতে। মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় নুরুল ইসলামের সঙ্গে থাকা জহির আলী (৫৫) একজন গুরতর আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আলমগীর জাহান জানান, ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় একটি নির্বাচনী জনসভার দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।