১৯ মে ২০২৪, রবিবার, ১২:২৯:১৩ পূর্বাহ্ন


১৯ ম্যাচে চারটি হ্যাটট্রিক! হালান্ড টপকে গেলেন রোনাল্ডোকে
আব্দুল্লাহ্ সাদাত:
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৩
১৯ ম্যাচে চারটি হ্যাটট্রিক! হালান্ড টপকে গেলেন রোনাল্ডোকে ১৯ ম্যাচে চারটি হ্যাটট্রিক! হালান্ড টপকে গেলেন রোনাল্ডোকে


রীতিমতো উড়ছে ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ইংলিশ ফুটবল জায়ান্ট। রবিবার রাতের ম্যাচে উলভসকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। এই ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেছেন দলের স্ট্রাইকার আরলিং হালান্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে এই নিয়ে চতুর্থ হ্যাটট্রিক করে ফেললেন হালান্ড। ভেঙে দিলেন রুদ ফান নিস্তেলরুইয়ের রেকর্ড। তবে এই জয়ের পরেও ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানেই থাকল ম্যান সিটি।

ডাচ ফুটবলার নিস্তেলরুই ইংলিশ প্রিমিয়ার লিগে ৬৫ ম্যাচে চারটি হ্যাটট্রিক করেছিলেন। হালান্ড মাত্র ১৯ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করে করে ফেললেন। এমনকী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ইংলিশ প্রিমিয়ার লিগে তিনটি হ্যাটট্রিক করেছেন। তাঁকেও টপকে গেলেন হালান্ড, ছুঁলেন লিভারপুলের মহম্মদ সালাহকে। তাঁরও প্রিমিয়ার লিগে চারটি হ্যাটট্রিক।

এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে মোট ২৫টি গোল করলেন হালান্ড। গত মরসুমে ইংলিশ লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ এবং সন হিউং মিন। তাঁরা দু’জনই করেছিলেন ২৩টি করে গোল। এবার ১৯ ম্যাচেই তাঁদের দু’জনের চেয়ে ২টি গোল বেশি করে ফেলেছেন এই তারকা।

উলভসের বিরুদ্ধে প্রথমার্ধ থেকেই দাপট দেখাচ্ছিল সিটি। প্রথমার্ধের শেষ দিকে গোলও পেয়ে যায় তারা। ৪০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করেন হালান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় সিটি। ওই পজিশন থেকেও গোল করতে ভুল করেননি হালান্ড। 

৫৪ মিনিটের মাথায় তৃতীয় গোল সিটির। রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন তিনি। লিগ টেবলে সিটি দু’নম্বরেই রয়ে গেল। ২০ ম্যাচে তাদের ৪৫ পয়েন্ট। ১৯ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৫০। উলভসের ২০ ম্যাচে ১৭ পয়েন্ট। ১৭ নম্বরে রয়েছে তারা।