স্কুলে সকলের সামনে তাকে মানসিকভাবে নির্যাতন করতেন এক শিক্ষক। তা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করল নবম শ্রেণির এক ছাত্রী।
গত বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের লাতুর জেলায় এ ঘটনা ঘটে। ১৪ বছর বয়সি ওই ছাত্রী অউসা রোড এলাকার বাসিন্দা। সে একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ছিল বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে ঘরের ভিতর থেকে তার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেই চিঠিতে তার মৃত্যুর জন্য স্কুলের এক শিক্ষককে দায়ী করেছে ওই ছাত্রী। সে জানিয়েছে, স্কুলে সকলের সামনে ওই শিক্ষক তাকে মানসিকভাবে নির্যাতন ও অপমান করতেন। সেই কারণেই সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে চিঠিতে দাবি করেছে ওই পড়ুয়া।
এই ঘটনায় মৃতা ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত শিক্ষককে গ্রেফতার করা হয়নি।