২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৪৯:৩৭ অপরাহ্ন


আফগানিস্তানে তীব্র শীতে নিহত অন্তত ৭৮
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৩
আফগানিস্তানে তীব্র শীতে নিহত অন্তত ৭৮ ফাইল ফটো


তীব্র শীতের কারণে আফগানিস্তানে অন্তত ৭৮ জন নিহত হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে তালেবান। দেশটিতে তীব্র শীতের কারণে মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। খবর: সিএনএন’র।

তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সফিউল্লাহ রাহিমি বলেন, ৭৮ জন নিহতের পাশাপাশি অন্তত ৭৭ হাজারের বেশি গবাদি পশু শীতে জমে গিয়ে প্রাণ হারিয়েছে।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের আটটিতেই ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে।

তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে।

এমন পরিস্থিতিতে ২ কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার বলে জানিয়েছে তালেবান।