২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:০১:০০ অপরাহ্ন


নিউইয়র্কে অভিবাসীদের জন্য একটি কক্ষও এখন খালি নেই : মেয়র
ইমা এলিস, নিউ ইয়র্ক:
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
নিউইয়র্কে অভিবাসীদের জন্য একটি কক্ষও এখন খালি নেই : মেয়র মেয়র এরিক অ্যাডামস


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসীদের জন্য আর একটি কক্ষও এখন খালি নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস। স্থানীয় সময় রোববার (১৫ জানুয়ারি) মেক্সিকো সীমান্তবর্তী শহর এল পাসো পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

মেয়র এরিক অ্যাডামস বলেন, রিপাবলিকান শাসিত শহর ফ্লোরিডা ও টেক্সাস থেকে বাস ভর্তি করে ডেমোক্র্যাট শাসিত এলাকাগুলোয় যে পরিমাণ অভিবাসী পাঠানো হচ্ছে,তাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে একটি কক্ষও এখন খালি নেই।

এরিক অ্যাডামস আরও বলেন, অভিবাসীদের বাড়তি চাপ সামাল দিতে এ মুহূর্তে তাঁর শহরের জন্য ২০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। অথচ এরই মধ্যে শহরটি বাজেট–সংকটে পড়েছে।

এরিক নিজে ডেমোক্র্যাট হলেও তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন কট্টর সমালোচক। তাঁর মতে, বিশেষ করে দেশটির দক্ষিণ সীমান্তে যে অভিবাসন সংকট চলছে, তা নিরসনে যুক্তরাষ্ট্র সরকারের এখনই সঠিক পদক্ষেপ নিতে হবে।