২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫৮:১০ অপরাহ্ন


বুরকিনা ফাসোয় ৫০ নারীকে অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৩
বুরকিনা ফাসোয় ৫০ নারীকে অপহরণ বুরকিনা ফাসোয় ৫০ নারীকে অপহরণ


আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সৌমে ৫০ জন নারীকে অপহরণ করেছে জঙ্গিরা। চলতি মাসের ১২ ও ১৩ তারিখ এ ঘটনা ঘটে। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

প্রতিবেদনে বলা হয়, ১২ জানুয়ারি সৌম প্রদেশের লিকি গ্রামে কয়েকজন নারী খাওয়ার বুনোফল কুড়াতে গেলে তাদের অপহরণ করা হয়। পরেরদিন একই প্রদেশের আরিবিন্দা শহরের একটি অঞ্চল থেকেও একই কায়দায় আরও কিছু নারীকে ধরে নিয়ে যাওয়া হয়।

জাতিসংঘের তথ্যমতে বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে জিহাদিদের দমনে লড়াই করে আসছে। দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সরকার এক বিবৃতিতে জানায়, এসব নিরপরাধ ভুক্তভোগীদের খুঁজে পাওয়ার লক্ষ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে অঞ্চলটিতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) ওরফে আইএসের উপস্থিতি থাকলেও এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।