স্কুলের গেটের সামনেই এক ছাত্রীর উপর ব্লেড নিয়ে হামলা চালানো হল। সোমবার এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার বাউড়িয়া থানা এলাকায়।
ওই ছাত্রী বাউড়িয়া গার্লস স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে। আক্রান্ত ছাত্রীকে বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের দিকে হেঁটে আসছিল ওই ছাত্রী। আচমকাই এক যুবক ব্লেড নিয়ে তার উপর হামলা চালায়। পেটে আঘাত পেয়ে ভয়ে ওই ছাত্রী ছুটতে ছুটতে স্কুলে ঢুকে যায়। এদিকে হামলাকারী ওই যুবককে ধরার চেষ্টা করা হলেও সে পালিয়ে যায়।
স্কুলের এক শিক্ষিকা জানিয়েছেন, হামলার পর ওই ছাত্রী ভয়ে স্কুলের ভিতরে ঢুকে পড়েছিল। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। একটু ধাতস্থ হওয়ার পর সে সমস্ত ঘটনা জানায়। তার পরেই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে ডাকে।
স্থানীয়দের অভিযোগ, এতবড় একটি স্কুল চলছে। সেখানে ক্লোজ সারকিট ক্যামেরা থাকলেও ঠিক জায়গায় বসানো হয়নি। পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এমন ঘটনা ঘটে যাওয়ার পর তৎপরতা দেখালেও বিষয়টি নিয়ে প্রশাসনের আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই ছাত্রীর উপর কে বা কারা হামলা চালালো, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।