ভারত নিয়ন্ত্রিত জম্মুতে সামরিক বাহিনীর গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, জম্মুর সিধরা এলাকায় ঘটনাটি ঘটেছে।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ গোলাগুলি শুরু হয়। দুই-তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন তথ্য পায় পুলিশ।
সেই খবরের ওপর ভিত্তি করে তল্লাশি অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তখনই সিধরা এলাকায় সেনাবাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও।
এরপর শুরু হয়ে যায় গোলাগুলি। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর গুলিতে তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে। পুরো এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনি অভিযান।
প্রসঙ্গত মঙ্গলবার জম্মুর কাছে উধমপুরে ১৫ কিলোগ্রাম আইইডি উদ্ধার করেছে পুলিশ। সরকারি কর্মকর্তাদের দাবি, বড় ধরনের নাশকতার ছক বানচাল করা গেছে।
এর পাশাপাশি লস্কর-ই-তৈয়বার একটি সাংকেতিক চিহ্নওয়ালা খাতার পাতাও উদ্ধার হয়েছে। এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এনকাউন্টার শুরু হয়ে গেল উপত্যকায়। এবার মুখোমুখি সেনা এবং জঙ্গিরা।