রাজধানীর মৌচাকে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান ওই ছাত্রী। তবে তার নাম এখনো জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মারা যান ওই ছাত্রী। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
পরীক্ষায় অকৃতকার্য করার অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করা হয়েছে সুইসাইড নোটে।